এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলবে কি?

সংগৃহীত ছবি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলবে কি?

অনলাইন ডেস্ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বার উন্মক্ত হচ্ছে আজ রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশে আপতত যান চলবে। তবে অন্যান্য যান চললেও এই উড়াল সড়কে আপাতত মোটরসাইকেল চালুর অনুমিত দেওয়া হয়নি।  

শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বলেন, ‘এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশটির দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দুটি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

থ্রি-হুইলার, সাইকেল এবং পথচারীদের এক্সপ্রেসওয়েতে চলাচল করতে দেওয়া হবে না। এ ছাড়া মোটরবাইকও এখনই চলতে পারবে না। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ হয়েছে। ’

রাজধানীর যানজট নিরসনসহ ভ্রমণে সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ‘পুরো প্রকল্পটি শেষ হলে ঢাকা শহরের উত্তর-দক্ষিণ করিডরের সড়কপথের ধারণক্ষমতা বাড়াবে। এ ছাড়া প্রকল্পটি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হলে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজতর হবে। ’

news24bd.tv/আইএএম