অতিরিক্ত সময়ে বেলিংহামের গোলে রিয়ালের জয়

সংগৃহীত ছবি

অতিরিক্ত সময়ে বেলিংহামের গোলে রিয়ালের জয়

অনলাইন ডেস্ক

ম্যাচ ড্রয়ের দ্বার প্রান্তে, আর দুই-এক মিনিট পরই বাজবে শেষ বাঁশি; এমন এক সময়ে গোল করে রিয়াল মাদ্রিদকে জেতালেন বেলিংহাম। হেতাফের বিপক্ষে ৯৫ মিনিটে তাঁর করা গোলে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে রিয়ালের হয়ে প্রথম চার ম্যাচেই গোল করলেন বেলিংহাম।  চার ম্যাচেই জিতেছে রিয়াল মাদ্রিদ।

এই শতকে লিগে রিয়ালের হয়ে প্রথম চার ম্যাচে গোল করা দ্বিতীয় ফুটবলার এখন বেলিংহাম। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪ ম্যাচে এই ইংলিশ মিডফিল্ডারের গোল এখন ৫টি। রিয়ালের বাকি গোলটি এসেছে হোসেলুর কাছ থেকে।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

শেষ হাসিটা রিয়ালের হলও ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। এমনিতেই চোটের কারণে দলে নেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সঙ্গে ম্যাচের ১১ মিনিটে গোল হজম করা রিয়ালের জন্য বড় ধাক্কাই ছিল। হেতাফের হয়ে গোল করেন বোর্হা মায়োরাল। তবে রিয়াল সমতায় ফেরে ভিনিসুয়ুসের বদলে মাঠে নামা হোসেলুর গোলে। ম্যাচের ৪৭ মিনিটে এই স্প্যানিশ ফরোয়ার্ড গোল করেন।

দ্বিতীয়ার্ধে টনি ক্রুস কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও দলকে এগিয়ে দিতে পারেনি। তবে শেষমেশ গোল আসে ম্যাচের ৯৫ মিনিটে। পুরো ম্যাচে ভালো খেলা গোলরক্ষক দাভিদ সোরিয়ারর ভুলেই মূলত গোল খেয়ে বসে হেতাফে। লুকাস ভাসকেজের দূরপাল্লার শট ঠিকভাবে ঠেকাতে না পারলে বল চলে যায় বেলিংহামের পায়ে। বেলিংহাম সহজ সুযোগ মিস করেননি। হালকা টোকায় বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক