৬ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

৬ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

৬ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

শাকিলা ইসলাম জুঁই সাতক্ষীরা 

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।  

ভোমরা সিএন্ডএফ অ্যাসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৫ অক্টোবর সোমবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারি কমিশনার সাগর সেন জানান, গত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

সম্পর্কিত খবর