স্বর্ণ চোর চক্রের চার সদস্য আটক

সংগৃহীত ছবি

স্বর্ণ চোর চক্রের চার সদস্য আটক

অনলাইন ডেস্ক

মেহেরপুর গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে। শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুজিবনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।  

আটক কৃতরা হল গাংনী উপজেলার করমদি গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা (২২), মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে ফজল হক (৪০), বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান (২০) ও সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৩ রতি পাকা সোনা, ২৪টি স্বর্ণের নাকফুল ও ১০ টি রুপার গহনা উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ আগস্ট দিবাগত রাতে গাংনী উপজেলার বারন্দি গ্রামের মাসুদ রানা স্বর্ণের দোকান থেকে সোনা রুপার চুরি হয়।  

৩০ আগস্ট গাংনী থানায় দোকানের স্বত্বাধিকারী মাসুদ রানা অভিযোগ দায়ের করে। তথ্য প্রযুক্তি সহায়তায় তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই রকম আরও টপিক