সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক

সংগৃহীত ছবি

সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের রেললাইন থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপরেই স্বাভাবিক হয় রেল চলাচল।

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন শ্রমিকরা।

এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে অবরোধকারীদের সরাতে কাজ শুরু করে পুলিশ। রেল চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, রেলওয়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরে যেতে দুপুর সোয়া ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা অবরোধ প্রত্যাহার না করলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এতে রেলওয়ে পুলিশকে সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক