স্বাধীন ভূমি কমিশনসহ ৫ দফা দাবি আদিবাসীদের

রাজশাহীতে আনন্দ-উল্লাসে আদিবাসী পরিষদ প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদযাপন।

স্বাধীন ভূমি কমিশনসহ ৫ দফা দাবি আদিবাসীদের

নিজস্ব প্রতিবেদক

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী পরিষদের লড়াই সংগ্রামের তিন দশক উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় আদিবাসীদের ওপর যুগ যুগ ধরে চলে আসা নির্যাতন-নিপীড়ন ও বঞ্চনার কথা তুলে ধরেন তারা। তীর ধনুক নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা উল্লেখ করে জাতীয় আদিবাসী পরিষদের নেতারা বলেন, দেশের জন্য রক্ত দিয়েও এখন পর্যন্ত শিক্ষা ও চাকরি ক্ষেত্রসহ বিভিন্ন জায়গায় বঞ্চিত হয়ে আসছেন তারা।

তাই সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় আদিবাসীদের ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিও জানান তারা।

এসময় পার্বত্য চট্টগ্রামের চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করার দাবিও তুলে ধরেন আদিবাসীরা। আদিবাসীদের এমন দাবিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

এদিকে রাজশাহী শহরে আনন্দ-উল্লাস আর নেচে গেয়ে প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদযাপন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

এসময় সরকারের কাছে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ মোট ৯ দফা দাবি উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক