শিমুল বিশ্বাস-শামা ওবায়েদসহ ৬০ জনের বিচার শুরু

সংগৃহীত ছবি

নাশকতার মামলা

শিমুল বিশ্বাস-শামা ওবায়েদসহ ৬০ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে ২০১৫ সালে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী শিশির হাওলাদার বিষয়টি  নিশ্চিত করেছেন।

শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এ মামলাটি একটি মিথ্যা মামলা। আট বছর আগে ২০১৫ সালের মার্চ মাসে নাশকতার অভিযোগ পুলিশ বাদী হয়ে এ মামলা করেছিল।

এ মামলায় শিমুল বিশ্বাস মূল আসামিও নন। তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন। শিমুল বিশ্বাস অসুস্থ। এ কারণে তার পক্ষ থেকে সময় প্রার্থনার আবেদনপত্র দেওয়া হয়েছিল। কিন্ত আদালত তা গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এটা খুবই দুঃখজনক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। এরপর তদন্ত শেষে ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
news24bd.tv/AA