বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন

বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন

অনলাইন ডেস্ক

দেশের নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম, অবদান ও কীর্তি সম্পর্কে জানাতে নানা আয়োজন করছে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)।

এ আয়োজনের ধারাবাহিকতায় রোববার টিডিএসে আরআরএফ ও টিডিএস নায়েক ও কনস্টেবলদের নিয়ে স্মার্ট পুলিশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। পরে বঙ্গবন্ধুর জীবন নিয়ে কুইজের আয়োজন করা হয়।

ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) মূলত ট্রাফিক কনস্টেবল, ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টদের দক্ষতা, রিফ্রেশার ধরণের প্রশিক্ষণ দেয়া হয়। এই বছর জানুয়ারি মাস থেকে তাদের মাঝে দেশপ্রেম তথা জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে নেয়া হয়েছে প্রশিক্ষণ মডিউলের বাইরে ১ ঘণ্টার আলোচনা সভা ও সেমিনার।

টিডিএস মুখপাত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে কোর্স পরিচালক পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সব সময় তার ভাষণে পুলিশকে জনগণের পুলিশ হতে বলেছেন। তার সেই উদাত্ত আহ্বানকে আমাদের স্কুলে ট্রেনিং নিতে আসা বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মাঝে অনুপ্রাণিত ও চাকরিস্থলে বাস্তবায়ন করতেই এই প্রোগ্রামগুলো হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পুলিশ গড়ার প্রত্যয়ে আমরা স্কুলে নানা বাস্তবমুখী মডিউল নিয়ে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ট্রাফিক পুলিশ ও আরআরএফ প্রশিক্ষণার্থীদের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে নানামুখী সেমিনার, আলোচনা ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।