বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্টোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর এন্ড এজেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

বাংলাদেশ পেট্টোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর এন্ড এজেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আকবর হোসেন জানান, তেলের মূল্য বাড়লেও কমিশন বাড়েনি। কমিশন আগের মতো ৩.৫ শতাংশ রয়েছে। তাই কমপক্ষে ৭.৫০ শতাংশ কমিশন বৃদ্ধি করতে হবে।

এছাড়াও জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির মেয়াদকাল ৫০ বছর নির্ধারণ এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক গেজেট প্রকাশ করার দাবিতে অনির্দিষ্টিকালের ধর্মঘট আহবান করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। তবে তেল উত্তোলন বন্ধ থাকলেও পেট্টোল পাম্পগুলো চালু রয়েছে।

সিরাজগঞ্জ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ জানান, একটি ট্যাংকলরির জীবনকাল ধরা হয়েছে ২৫ বছর।

তাই এটিকে ৫০বছরে উত্তীর্ণ করতে হবে। তবে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই সময়কালীন যথাযথ পরীক্ষার ব্যবস্থা করতে হবে নীতিনির্ধারকদের।

news24bd.tv/তৌহিদ