ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা 

সংগৃহীত ছবি

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা 

অনলাইন ডেস্ক

শীর্ষ সারির ক্রিকেটারদের বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকায় টি২০ দল পাঠিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে সময় কতজনই বা ভেবেছিল ওয়ার্নার-স্মিথ-স্টার্ক-কামিন্সদের ছাড়াই এই অস্ট্রেলিয়া স্বাগতিকদের ধবলধোলাই করবে! কেউ ভাবুক কিংবা নাই ভাবুক, মিচেল মার্শের নেতৃত্বাধীন নতুন রূপের অস্ট্রেলিয়া টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে।

ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রথম তিন ম্যাচ টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হলো প্রোটিয়ারা।

 

নিজেদের টি২০ ইতিহাসে এমন সিরিজ হার দ্বিতীয়বার দেখল দক্ষিণ আফ্রিকা, দুবারই ঘরের মাঠে। ২০২০ সালে ইংল্যান্ডের কাছেও ৩–০ ব্যবধানে হেরে ধবলধোলাই হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আজ রোববার ডারবানের কিংসমিডে শেষ টি২০ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৯০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বড় সংগ্রহও ‘মামুলি’ হয়ে গেছে হেডের ক্যারিয়ারসেরা ৯১ রানের ইনিংসে।

অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ১৩ বল বাকি থাকতেই। শুধু এটাই নয়, ডারবানে আগের দুই টি২০ও হয়েছে একপেশে। বুধবার প্রথমটিতে ১১১ রানে, শুক্রবার দ্বিতীয়টিতে ৮ উইকেটে জিতেছিল সফরকারীরা।

news24bd.tv/SHS