যশোর পৌরসভার তিনটি ওয়ার্ডের দুঃখ জলাবদ্ধতা

সংগৃহীত ছবি

যশোর পৌরসভার তিনটি ওয়ার্ডের দুঃখ জলাবদ্ধতা

বুলবুল শহীদ খান হিমেল, যশোর

একঘণ্টা বৃষ্টি হলেই চার থেকে পাঁচ দিন জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় যশোর পৌরসভার তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের। পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটি ময়লা-আবর্জনায় বন্ধ থাকায় এমন ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য পৌরসভার উদাসীনতাকে দায়ী করেছেন তারা।  

পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন হয় শহরের দক্ষিণ দিকে হরিণার বিল হয়ে মুক্তেশ্বরী নদীতে।

মহল্লার ভেতরের ছোট ড্রেন দিয়ে এ পানি গিয়ে পড়ে ৭ নম্বর ওয়ার্ডে নির্মিত বড় একটি ড্রেনে। সেখান থেকে পানি নিষ্কাশন হয় হরিণার বিলে। কিন্তু ড্রেনটির বড় একটি অংশ কাঁচা। আর সবশেষ চার বছর আগে পরিষ্কার করা হয়েছে।
প্রধান ড্রেনটি ময়লা-আবর্জনায় বন্ধ থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয় এসব ওয়ার্ডে। পানি জমে রাস্তা ও বসতবাড়িতে।

যশোর শহরের দক্ষিণ প্রান্তের হরিণার বিল সদর উপজেলার আরবপুর ও মোবারককাটি ইউনিয়নের মধ্যে অবস্থিত। বিলটিতে ধান ও মাছ চাষ করেন স্থানীয়রা। কিন্তু পৌরসভার বন্ধ ড্রেনের উপচে পড়া পানিতে ডুবে যায় ফসলের ক্ষেত ও মাছের ঘের। এই ভোগান্তির জন্য পৌরসভার উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।

তবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন এ দায় চাপিয়েছেন চার বছর আগের পৌর পরিষদকে। আর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।  

নগর উন্নয়নে গত ১৪ বছরে ৮০ কোটি টাকা ব্যয় হলেও জলবদ্ধাতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর।  

news24bd.tv/আইএএম