এক্সপ্রেসওয়েতে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা

এক্সপ্রেসওয়েতে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা

তাসলিমুল তওহিদ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বাচ্ছন্দ্যে ও দ্রুত গতিতে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা। তবে, আক্ষেপ ছিল উড়াল সড়ক থেকে নিচের রাস্তায় সেই চিরাচরিত যানজট ও ভোগান্তি নিয়ে। এদিকে জনসাধারণের জন্য উন্মুক্তের পর গেল ২৪ ঘণ্টায় প্রায় ২৩ হাজার গাড়ি যাতায়াত করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে।  

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্তের মধ্য দিয়ে যানজটের নগরীতে নতুন দিগন্তের সূচনা হয়।

সোমবার সকালে এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই সংখ্যা। সবাই এক ধরণের উচ্ছ্বাস নিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেন। বিমানবন্দর থেকে ফার্মগেট; ঘণ্টার পথ পাড়ি দেন ১০ থেকে ১২ মিনিটে।
দ্রুত সময়ে কর্মস্থলে যেতে পেরে খুশি তারা।  

এক্সপ্রেসওয়েতে খুব একটা চোখে পড়েনি কোনো বাস, ট্রাক কিংবা গণপরিবহন। তাই নিচের রাস্তায় সেই চিরাচরিত যানজট ঠেলে গণপরিবহনে সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। যা নিয়ে আক্ষেপ করেন কেউ কেউ।

এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টায় গাড়ি পার হয়েছে প্রায় ২৩ হাজার। যার মাধ্যমে ১৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।

আগামী জুনের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তখন এর পুরো সুফল পাবে রাজধানীবাসী বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

news24bd.tv/TR