মস্কোর শক্তি বাড়াতে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তিতে যাচ্ছে উ. কোরিয়া

সংগৃহীত ছবি

মস্কোর শক্তি বাড়াতে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তিতে যাচ্ছে উ. কোরিয়া

অনলাইন ডেস্ক

চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র নিয়ে আলোচনা করতে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।  

মঙ্গলবার মার্কিন গোয়েন্দাদের বরাতে রয়টার্স জানায়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে অস্ত্র সরবরাহের জন্য আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। একটি বিরল সফরে ট্রেনে করে পিয়ংইয়ং থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভ্লাদিভোস্টক যাবেন কিম।

তবে ঠিক কোথায় তারা বৈঠক করবেন তা স্পষ্ট নয়।

news24bd.tv/আইএএম