চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন শতশত বিঘা জমি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন শতশত বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে ভাঙনে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে বিলীন হয়ে গেছে শত শত বিঘা আম বাগান, ফসলি জমি ও বাড়িঘর। স্থানীয়রা বলছেন, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা পর্যাপ্ত নয়।  

শিবগঞ্জ উপজেলায় ভাঙনে দুর্গতরা সর্বস্ব হারিয়ে আশ্রয় নিচ্ছেন খোলা আকাশের নিচে।

ভাঙন রোধে পদক্ষেপে গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।  

তবে অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, ভাঙন প্রতিরোধে কাজ করছে তারা।  

এলাকাবাসীর অভিযোগ, প্রথম দফার ভাঙন রোধে পাউবো পদক্ষেপ না নেওয়ায় দ্বিতীয় দফায় ভাঙনের কবলে পড়েছেন তারা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক