ইনজুরিতে এশিয়া কাপ শেষ শান্তর 

সংগৃহীত ছবি

ইনজুরিতে এশিয়া কাপ শেষ শান্তর 

অনলাইন ডেস্ক

আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর চোট হ্যামস্ট্রিংয়ে। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ও শান্ত, দুজনেরই ক্র্যাম্প করেছিল। ১১৯ বলে ১১২ রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়। শান্ত আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেননি।

আজ জানা গেল এশিয়া কাপেই খেলা হবে না শান্তর। ইনজুরির কারণে তিনি এশিয়া কাপ থেকে ছিটকে যাচ্ছেন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বিসিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম শান্তর চোট নিয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে।

ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে। ’

এদিকে দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত। তিনি লিখেছেন, ‘২০২৩ এশিয়া কাপে আমার যাত্রা শেষ হয়েছে। আমি মাসল টিয়ারে ভুগছি, এই টুর্নামেন্টে আর থাকছি না। বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানাই। তাড়াতাড়িই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবো। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ’ 

বাংলাদেশের টপ অর্ডারে এখন নির্ভরতার প্রতীক শান্ত। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন এ টাইগার ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ (১৯৩) রান সংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে।  

news24bd.tv/আইএএম