বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

বিএনপি না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না, বিএনপিসহ সব দলকে সাথে নিয়ে আওয়ামী লীগ মাঠে খেলে জিতে আসতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন তথ্যমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, কিন্তু বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় বলে যে বক্তব্য দিয়েছেন তা ভুল।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে সরকার চায় তারা নির্বাচনে আসুক। কোনো দল নির্বাচনে না আসলে সেটা তাদের ব্যর্থতা।

হাছান মাহমুদ বলেন, বিএনপি একটি পক্ষ, আওয়ামী লীগ আরেকটি পক্ষ।

তাই নির্বাচন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা সেটা নির্বাচন কমিশনকে জানাতে পারে। নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগকে ডাকে তখন আওয়ামী লীগ সেখানে গিয়ে কথা বলবে।

তবে নির্বাচনে না এসে বিএনপি যদি আবার সহিংসতা করতে চায় সেটার উপযুক্ত জবাব দেবে সরকার। তারা সেটা পারবেও না ১৪ সালের মতো- যোগ করেন হাছান মাহমুদ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক