মেসির বিশ্বজয় নিয়ে প্রশ্ন তুললেন ফন গাল

সংগৃহীত ছবি

মেসির বিশ্বজয় নিয়ে প্রশ্ন তুললেন ফন গাল

অনলাইন ডেস্ক

লিওনেল মেসিকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ জেতানো হয়েছে বলে অভিযোগ আনলেন নেদারল্যান্ডসের সাবেক কোচ লুইস ফন গাল। গত বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পড়ে আর্জেন্টিনা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেন মেসি।

আসরের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

আলোচিত সেই ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সেমিফাইনালে পা রেখেছিল লিওনেল স্কালোনির দল।

সেই সময় নেদারল্যান্ডসের ডাগআউটে ছিলেন ফন গাল। ডাচ সংবাদমাধ্যম ‘এনওএস’স্পোর্টসকে সম্প্রতি তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে এই ম্যাচটা পুরোপুরিভাবে পূর্বপরিকল্পিত খেলা ছিল। ’

এরপর তার বিস্ফোরক মন্তব্য, ‘আমি যা বলতে চেয়েছি, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, হ্যাঁ।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে ফন গাল আরও বলেন, ‘আপনি যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোলগুলো করেছিল এবং আমরা কীভাবে গোলগুলো করেছিলাম, তখন বুঝতে পারবেন। তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং এরপরও তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি। ’

ওই ম্যাচটা নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় শেষ হয়েছিল। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টিতে ৪–৩ ব্যবধানে আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগে ম্যাচে অনেক কিছুই ঘটেছিল সেদিন। ম্যাচের পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে রেফারিকে রেকর্ড ১৮ বার কার্ড দেখাতে হয়েছে। এ ছাড়া শান্ত ব্যক্তিত্বের অধিকারী লিওনেল মেসিকে সেদিন রুদ্রমূর্তি ধারণ করে নেদারল্যান্ডস কোচকে খোঁচা দিতে দেখা গেছে। দুই কানে দুই হাত দিয়ে ফন গালের উদ্দেশ্যে উদ্‌যাপন করেছিলেন তিনি।

news24bd.tv/AA