১৬ মাসের ভাতিজাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন চাচা

সংগৃহীত ছবি

১৬ মাসের ভাতিজাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন চাচা

যশোর প্রতিনিধি

যশোরে ট্রেনে কাটা প‌ড়ে দুজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার যশোর সদর উপজেলার ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে যশোর রেলও‌য়ে পু‌লি‌শ মর‌দেহ উদ্ধার ক‌রে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতেরা হলেন-ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ
ইউসুফ।

নিহতেরা সম্পর্কে চাচা-ভাতিজা।

যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল টু যশোর রেললাইনের পাশে নিহতের বাড়ি। বেলা ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সী শিশু খেলা করছিল। এমন সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী
বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়।

এসময় ছোট্ট শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।

পরে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসাপাতালে নিলে জরুরি বিভাগে থাকা চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv/SHS