ফ্রান্সে আবায়া পরায় স্কুল থেকে ফেরত পাঠানো হলো ৬৭ শিক্ষার্থীকে

ছবি : ইন্টারনেট।

ফ্রান্সে আবায়া পরায় স্কুল থেকে ফেরত পাঠানো হলো ৬৭ শিক্ষার্থীকে

অনলাইন ডেস্ক

আবায়া পরে স্কুলে যাওয়ায় ফ্রান্সের ৬৭ শিক্ষার্থীকে বাসায় ফেরত পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে চাপে পড়ে অনেকেই পোশাক পাল্টাতে রাজী হলে তাদের আর ফেরত পাঠানো হয়নি।

মঙ্গলবার দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্কুল বর্ষের প্রথম দিনে প্রায় ৩০০ শিক্ষার্থী আবায়া পরে আসে। তাদের মধ্যে বেশিরভাগই পরে পোশাক পাল্টাতে রাজি হয়।

তবে যারা অস্বীকৃতি জানিয়েছে তাদের বাসায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ফ্রান্স সরকার আবায়া পরে স্কুলে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করে এক বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, এই পোশাক শিক্ষাক্ষেত্রে অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে। একই কারণ দেখিয়ে ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল জানান, যেসব শিক্ষার্থীকে বাসায় পাঠানো হয়েছে, তাদের অভিভাবকদের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'ধর্মনিরপেক্ষতা কোনো বাধা নয়, বরং এটি এক ধরনের স্বাধীনতা'।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক