দেশে ফিরে সবার কাছে দোয়া চাইলেন খন্দকার মোশাররফ

সংগৃহীত ছবি

দেশে ফিরে সবার কাছে দোয়া চাইলেন খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎকরা আরো কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ড. মোশাররফকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি, তিতাস, হোমনা এবং মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় মোশাররফ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতাকর্মী, সমর্থকরা দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই। যাতে আগামী দিনগুলোতে দেশ ও জনগণের স্বার্থরক্ষায় কাজ করতে পারি।

গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। প্রায় দুই মাস নয়দিন পর দেশে ফিরলেন তিনি।

news24bd.tv/AA