'লিবিয়ায় যেন কোনো বাঙালি ভাই না যায়'

'লিবিয়ায় যেন কোনো বাঙালি ভাই না যায়'

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে সেদেশে কোনো বাঙালীকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন লিবিয়া ফেরত এক প্রবাসী (নাম জানা যায়নি)।

মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এ অনুরোধ জানান। লিবিয়া ফেরত এ প্রবাসী বলেন, 'আমি সেখানে এক বছর সতেরো মাস ছিলাম। সেখানে দিন যাবন করা মোটেই সুবিধার নয়।

কাজ করে টাকা পাওয়া যায় না। যার মাধ্যমে কাজ পাই সে মাঝে মাঝে কিছু টাকা দেয় আবার কিছু টাকা দেয় না। '

তিনি আরও বলেন, 'সেখানে হাসপাতালে কাজ করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষও ঠিকঠাক টাকা দেয় না।

সেখানে মাফিয়া মাস্তানদের আড্ডা। মানুষ বিক্রি করে, আবার টাকাও দাবি করে। '

আরেক প্রবাসী বললেন, 'বাইরে বের হলেই পুলিশে ধরে নিয়ে যায়। তবে কই নিয়ে যায় সে খবর কেউই জানে না। সপ্তাহখানেক পর বলে তোকে বিক্রি করে দিয়েছি। এখন টাকা দে। '

কষ্টের কথা তুলে ধরে আরেক প্রবাসী বলেন, সেখানে খুবই কষ্ট। আমি ভয়ানক কষ্টে ছিলাম যে কদিন সেখানে থেকেছি। এর মধ্যে আমার জেলও খাটতে হয়েছে। কাজ দেয়ার কথা বলেও দিনের পর দিন কাজ মেলে না।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ সেখানে বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। এদের বহনকারী বিমানটি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক