বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় ১৭ সেনাসহ নিহত ৫৩

সংগৃহীত ছবি

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় ১৭ সেনাসহ নিহত ৫৩

অনলাইন ডেস্ক

উত্তর বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৭ জন সেনা এবং ৩৬ জন স্বেচ্ছাসেবক যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।  

বিবৃতিতে জানানো হয়েছে, গত সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি এলাকায় আক্রমণের পর ১৭ জন সেনা এবং সেনাবাহিনীকে সহায়তাকারী ৩৬ জন স্বেচ্ছাসেবক যোদ্ধা নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দুই বছরেরও বেশি সময় আগে যোদ্ধাদের তাড়িয়ে দেওয়া বাসিন্দাদের পুনর্বাসনের জন্য ওই শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এতে বলা হয়, ‘চরম কাপুরুষোচিত এই কাজের জবাব দেওয়া হবে।

বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে উত্তর মরুভূমিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। যাদের মধ্যে যার মধ্যে কিছু গোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত রয়েছে। লড়াইয়ে প্রতি বছর হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হচ্ছে।

২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ রয়েছেন অনাহারে ভুগছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক