‘সুবিধাবঞ্চিত নিরক্ষর লোকদের দক্ষ করতে কাজ করছে সরকার’

সংগৃহীত ছবি

‘সুবিধাবঞ্চিত নিরক্ষর লোকদের দক্ষ করতে কাজ করছে সরকার’

অনলাইন ডেস্ক

সুবিধাবঞ্চিত নিরক্ষর লোকদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, দেশে এখন সাক্ষরতার হার ৭৬ দশদিক ৮ শতাংশ। তবে দেশের ২৩ দশমিক ২ শতাংশ জনগোষ্ঠী এখনো সাক্ষর করতে পারে না। তাদের সাক্ষরতার আওতায় আনতে সরকার কাজ করছে।

 

আগামীকাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  

এবারের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’।  

জাকির হোসেন  বলেন, গত ১৪ বছরে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ১ কোটি ৮০ লাখ নিরক্ষর লোক সাক্ষর করতে শিখেছে।

 এ সংখ্যা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষা আইনের আওতায় দেশের সুবিধাবঞ্চিত নিরক্ষর লোককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।

news24bd.tv/আইএএম