চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

ফাইল ছবি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। গত ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশের ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। এদিকে চলতি মাসের ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক