বাপেক্সের সঙ্গে নাইকো-পেট্রোবাংলা চুক্তি অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায়

সংগৃহীত ছবি

বাপেক্সের সঙ্গে নাইকো-পেট্রোবাংলা চুক্তি অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায়

নিজস্ব প্রতিবেদক

বাপেক্সের সঙ্গে নাইকো এবং পেট্রোবাংলার গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।

সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। এর আগে রোববার প্রকাশিত রায়ের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তিতে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ আছে।

তিনি জানান- শুধু তাই নয়, এ চুক্তিতে যারা জড়িত ছিল তাদের মধ্যে আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে।

যা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।

এর আগে ২০১৭ সালের ২৪ আগস্ট গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য বাপেক্সের সঙ্গে নাইকোর করা যৌথ উদ্যোগ চুক্তি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়া পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তিও অবৈধ ঘোষণা করা হয়।

news24bd.tv/FA