ডিএমপি কমিশনারের কাছে শাস্তির দাবি জানালেন ছাত্রলীগ সভাপতি

ছাত্রলীগ নেতাদের মারধর

ডিএমপি কমিশনারের কাছে শাস্তির দাবি জানালেন ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সাক্ষাৎ করে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার দুপুরে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে যান সাদ্দাম। দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে নানা বিষয় নিয়ে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের দুই নেতাকে মারধর করেন এডিসি হারুন।

এ ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মিমাংসা করেন।

এরপর রোববার (১০ সেপ্টেম্বর) দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদকে এপিবিএনে বদলি করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক