‘জওয়ান’ হিন্দি না, ৮০ ভাগ উর্দু ছবি: ঝন্টু

সংগৃহীত ছবি

‘জওয়ান’ হিন্দি না, ৮০ ভাগ উর্দু ছবি: ঝন্টু

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ঝড়ে কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশেও ‘জওয়ান’ এর জয়জয়কার। তবে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি নিয়ে শুরু থেকেই বাঁধ সাধেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ‘জওয়ান’ মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এবার পরিচালক জানালেন, ‘জওয়ান’ হিন্দি ছবি না, এর ৮০ ভাগ উর্দু।

রোববার গণমাধ্যমে আলাপকালে তিনি জানান, ‘কে বলল ‘জওয়ান’ হিন্দি ছবি? এটা হিন্দি নাম দিয়ে চলছে, আসলে এটা ৮০ ভাগ উর্দু ছবি। বললে হবে না। এই ভাষা আমাদের সংস্কৃতির ওপর আঘাত করেছিল।

তাই আমরা পথে নেমেছিলাম। বঙ্গবন্ধুও এই ভাষার ছবিকে বাংলাদেশে মুক্তি দিতে নিষেধ করেছিলেন। কিন্তু আমরা কী করলাম?’

গত শুক্রবার এই নির্মাতার ‘সুজন মাঝি’ সিনেমাটি মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেন নিপুণ ও ফেরদৌস। একই সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। বিষয়টি নিয়ে তিনি বেশ ক্ষুব্ধ।

ঝন্টু বলেন, ‘বাংলাদেশে ভারতের ছবি মুক্তি পাক, আমার আপত্তি নেই। যদিও আমি এর ঘোর বিরোধী, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। যেহেতু চলচ্চিত্রের সংগঠনগুলো অনুমোদন দিয়েছে, তাই আমি আর আপত্তি করি না। তবে একই সপ্তাহে কেন মুক্তি দিতে হবে? সপ্তাহের কি অভাব পড়েছে? বাংলাদেশের ছবি থাকতে কেন ভারতের ছবি একই সপ্তাহে মুক্তি দিতে হবে?’

news24bd.tv/TR