রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সায়েন্স জোন ও মিউজিয়াম স্থাপন

রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সায়েন্স জোন ও মিউজিয়াম স্থাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি

কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে সায়েন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে।

এর মধ্যে ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল সায়েন্স জোন ও ৩টি বিদ্যালয়ে শেখ রাসেল মিউজিয়াম স্থাপনার মধ্য দিয়ে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এমন সংযোজন ব্যতিক্রম দেশে এই প্রথম।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল সায়েন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল মিউজিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, এসিল্যান্ড রাসেল ইকবাল, শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম প্রমুখ।

উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর রাজস্ব তহবিল থেকে এসব প্রকল্পে বরাদ্দ দেয়া হয় বলে জানা যায়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক