বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড 

ফাইল ছবি

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড 

অনলাইন ডেস্ক

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ দেন। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ওই বিচারক।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দিনাজপুর সদর উপজেলার আমইর গ্রামের মৃত বঙ্কিম চন্দ্র রায়ের ছেলে বাঞ্চারাম রায় (৫৭)।

তবে আসামি এখন পর্যন্ত পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে দিনাজপুর সদর উপজেলার আমইর গ্রামের নিজ জমি সংক্রান্ত জেরে আসামি মাঞ্চারাম রায় তার পিতা বঙ্কিম চন্দ্র রায়কে ধারালো চাকুর দিয়ে আঘাতে গুরুতর জখম করে। তার আরেক ছেলে নোহারাম বাধা দিতে গেলে আসামি তাকেও জখম করে। তাদের দুইজনকে স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বঙ্কিম চন্দ্র রায়ের মৃত্যু হয়।

পরে কোতয়ালী থানায় নিহতের ছেলে নোহারামের স্ত্রী ফুমুতী রানী রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসনে ঈমাম নয়ন মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত সকল তথ্য প্রমাণ সাপেক্ষে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন। আসামি এখন পর্যন্ত পলাতক রয়েছে।

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক