রাস্তা বন্ধ করে পদযাত্রা না করতে দেয়ায় পুলিশের ওপর হামলা
রাস্তা বন্ধ করে পদযাত্রা না করতে দেয়ায় পুলিশের ওপর হামলা

ফাইল ছবি

হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে আইজিপি

রাস্তা বন্ধ করে পদযাত্রা না করতে দেয়ায় পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জর্জ কোর্ট এলাকায় রাস্তা বন্ধ করে পদযাত্রা করতে না দেওয়ায় পুলিশের ওপর আইনজীবীরা হামলা করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে এসব বলেন তিনি।

পুলিশ প্রধান জানান, এ ঘটনায় ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক