৭ কলেজকে ঢাবি ছাত্রলীগের অন্তর্ভুক্তির ঘোষণা, ঢাকা কলেজে বিক্ষোভ

ফাইল ছবি

৭ কলেজকে ঢাবি ছাত্রলীগের অন্তর্ভুক্তির ঘোষণা, ঢাকা কলেজে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এখন থেকে ঢাবি ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে অধিভুক্ত বিষয়ক সম্পাদকের পদ সংযোজনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের একটি অংশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত আটটায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নীলক্ষেত মোড় থেকে আবার ঢাকা কলেজ গেটে গিয়ে শেষ হয়।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের অধীনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে নিজেদের অধীনে আনার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতা।

মঙ্গলবার দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের লক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করে ঢাবি ছাত্রলীগ। সভা শেষে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাত কলেজে কমিটি দেওয়ার ঘোষণা দেন। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি অংশ।

বিক্ষোভে অংশ নেওয়া কিছু শিক্ষার্থী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে চায়।

এ লক্ষ্যে আজকে তারা একটি মতবিনিময় সভা করে। কিন্তু সভা শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সাত কলেজকে ঢাবির অধীনে নিয়ে কমিটি দেওয়া হবে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য না। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

news24bd.tv/SHS