হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত এক কফি শপ স্টাফ এবং যাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের কাছে ৫ পিস গোল্ডবার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশের এডিশনাল এসপি মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে ইকে ৫৮২ ফ্লাইটযোগে বেলায়েত মোল্লা ঢাকায় অবতরণ করেন।
ফোনে যোগাযোগ করেন এরোস নামে কফি শপের স্টাফ জাভেদের সঙ্গে। যাত্রী বেলায়েত সাথে থাকা গোল্ডবারগুলো জাভেদকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়ার জন্য হ্যান্ড ওভার করার পর এরাইভাল ইমিগ্রেশনের কার্যক্রম শুরু করেন।
তিনি আরও জানান, কফিশপ এরোসের স্টাফ জাভেদ এ সময় গোল্ডবারগুলো নিয়ে বের হওয়ার চেষ্টা করলে কাস্টমস চ্যানেলের পর দুপুর ১২টায় তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট এপিবিএন গোয়েন্দা দল।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ পাচার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং যাত্রীর পরিচয়ও নিশ্চিত করে। পরে যাত্রীও কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজনেই যোগসাজশে স্বর্ণ পাচারের চেষ্টার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তাদের তল্লাশি করে ৫টি গোল্ডবার এবং ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৬৭৯ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ টাকা। যাত্রী বেলায়েত মাদারীপুরের কালকিনির এবং কফিশপ স্টাফ জাভেদ ঢাকার মিরপুরের বাসিন্দা। উভয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
news24bd.tv/Kamrul