ভাত-ভোটের অধিকার আদায়ে বাম জোটকে শক্তিশালী করার আহ্বান 
ভাত-ভোটের অধিকার আদায়ে বাম জোটকে শক্তিশালী করার আহ্বান 

সংগৃহীত ছবি

ভাত-ভোটের অধিকার আদায়ে বাম জোটকে শক্তিশালী করার আহ্বান 

অনলাইন ডেস্ক

ভাত ও ভোটের অধিকার আদায়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমাবেশ থেকে তারা এই আহ্বান জানান।  

এ সময় বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সজ্জিত মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা।  

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শহিদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।

 

সভা পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।

news24bd.tv/আইএএম