নির্বাচন সুষ্ঠু করতে দেশব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন শুরু

সংগৃহীত ছবি

নির্বাচন সুষ্ঠু করতে দেশব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন শুরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাজের অংশ হিসেবে কাজ করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সে লক্ষ্যে শনিবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত হয়েছে 'আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ' শীর্ষক কর্মসূচি।

শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠান, নাটক, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্প্রীতির বাংলাদেশের কর্মসূচি। যা ধারাবাহিকভাবে ৬৪টি জেলায় বাস্তবায়ন করা হবে।

সংগঠনটির নেতাকর্মীদের চাওয়া, সম্প্রীতির বাংলাদেশের মাধ্যমে মানুষের মাঝে ঐক্য তৈরি করে শান্তি প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে যেনো আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যেই কাজ করবে সংস্কৃতিকর্মীরা।

৬৪টি জেলার ৪ হাজার শিল্পী অংশ নেবে এই কর্মসূচিতে। যে অপশক্তি মানুষকে বিভক্ত করতে চায় সংস্কৃতিকর্মীরা তার বিপক্ষে লড়ে মানুষের মাঝে একতা তৈরি করতেই এই কর্মসূচি।

news24bd.tv/FA