মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটিতে মাদকসেবী ও বিএনপি পরিবারের সন্তান পদ পাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সই করা ছাত্রলীগের প্যাডে ওই কমিটি ঘোষণা করা হয়।
অভিযোগ উঠেছে, কমিটির সভাপতি সজিবুর রহমান ইফতী একজন মাদকসেবী। এরইমধ্যে তার মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সজিবুর রহমান এর আগে শিবালয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওই পদে দায়িত্ব পালনের সময়ে তিনি মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়েন। স্থানীয় এক জনপ্রতিনিধির কাছের লোক হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেন এক আওয়ামী লীগ নেতা।
এদিকে, মাদকসেবী ও বিএনপি পরিবারের সন্তান দিয়ে কমিটি ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন বলেন, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে কমিটি দেওয়া হয়েছে। সজিবের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও জানতে পেরেছি সেটা আসলে এডিট করা।
শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ছয়/সাত মাস আগে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য জেলা ছাত্রলীগ একটি সভা করেছিল। সেখানে আমি উপস্থিত ছিলাম। গতকাল ফেসবুকে দেখলাম জেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করেছে।
তিনি বলেন, সজিবের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের বিষয়টি আমি জানি না। এ বিষয়ে প্রশাসন ভালো বলতে পারবে। আর আদিত্য পণ্ডিত বিএনপি নেতার ভাতিজা হলেও তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আদিত্য পণ্ডিতও ছাত্রলীগের সঙ্গে জড়িত।
news24bd.tv/AA