ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি

ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে ১টি পরিবর্তন এনেছে লঙ্কানরা। অন্যদিকে ভারত মাঠে নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে খেলা একাদশ নিয়ে, চোটের কারণে নেই শুধু অক্ষর প্যাটেল, খেলছেন ওয়াশিংটন সুন্দর।  

ফাইনাল ম্যাচে দুই দলের পাল্লাটাই বেশ ভারি।

দুর্দান্ত ক্রিকেট খেলে বহু লড়াই করে ফাইনালে এসেছে শ্রীলঙ্কা। অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলছে ভারত। অবশ্য শেষ ম্যাচে বাংলাদেশের কাছে নিয়মরক্ষার ম্যাচে ৬ রানে হেরে গেছে তারা। তবুও ফাইনালে পুরো দমে প্রস্তুতি নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।

চোটের কারণে শ্রীলঙ্কার একাদশে নেই স্পিনার মাহিশ ঠেকশানা। তার বদলে জায়গা পেয়েছেন দুশান হেমন্থ। একাদশের বাদবাকি জায়গায় কোনো পরিবর্তন আনেনি লঙ্কানরা, সুযোগ দিয়েছে পরীক্ষিতদেরকেই।  

চোট আছে ভারতের শিবিরেও। অক্ষর প্যাটেল খেলছেন না ফাইনাল ম্যাচে, তার বদলে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া ক্রিকেটারদের সবাইকে একাদশে ফিরিয়েছে ভারত।  

এর আগে সুপার ফোর পর্বে দুই দলের রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে জিতেছিল ভারত। ফাইনাল ম্যাচেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।  

একনজরে দুই দলের একাদশ : 
শ্রীলঙ্কা : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, মাথিশা পাথিরানা, দুশান হেমন্থ, প্রমোদ মাদুশান।  

ভারত : রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।  
news24bd.tv/AA