তিন দিনের মোবাইল ডেটা চলবে ৭ দিন

ছবি : ইন্টারনেট।

তিন দিনের মোবাইল ডেটা চলবে ৭ দিন

অনলাইন ডেস্ক

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিন দিনের ডেটা প্যাকেজ বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে তিনদিনের এই প্যাকেজগুলো ব্যবহার করা যাবে ৭ দিন।

বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন ও ১৫ দিন মেয়াদের ডেটা প্যাকেজ বাতিল করা হয়েছে। তবে ব্যবহারকারীরা এখন তিন দিনের ডেটা প্যাকেজ সাত দিন ব্যবহার করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে তিন দিনের ডেটা প্যাকেজটিই সাতদিন মেয়াদে গ্রাহককে দিতে হবে মোবাইল অপারেটরদের। এছাড়া ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজও রাখা হয়েছে।

সে হিসেবে আগে গ্রাহকরা তিনদিন যে পরিমাণ ডেটা পেতেন সেই পরিমাণ ডাটা এখন সাত দিন ব্যবহার করতে পারবেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এই ঘোষণা দেয়া হয়।

এসময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

সভায় মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক