প্রবাসী কর্মীদের জন্য বীমা ব্যবস্থা করবে সরকার : ইমরান আহমদ

প্রবাসী কল্যাণমন্ত্রী- ফাইল ছবি।

প্রবাসী কর্মীদের জন্য বীমা ব্যবস্থা করবে সরকার : ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক

লাভ কম হলেও বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। একইসাথে তাদের বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় গ্লোবাল বিজনেস সামিট এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান ডলার সংকট কাটাতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সরকার বীমা করার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে দেশে আনা হবে।

তিনি জানান, ৬ মাসের মধ্যে কোনো শ্রমিক দেশে ফেরত আসলে ৫০ হাজার টাকা মন্ত্রণালয় থেকে দেয়া হবে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির বুস্টার। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু দাবি তুলে ধরা হয়।

news24bd.tv/FA