সবকিছু ভুলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ মির্জা ফখরুলের

সবকিছু ভুলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা গতরাতে ক্রিটিক্যাল হয়ে পড়েছিলো, আজকে একটু ভালো।

সোমবার (১৮ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ডাক্তাররা বেগম জিয়াকে অ্যাডভানস চিকিৎসার জন্য বলছে, যা এদেশে সম্ভব নয়।

এসময়, সবকিছু ভুলে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানান মির্জা ফখরুল। অন্যথায় যা কিছু হবে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, তৈমুর-শমসের বিএনপির এখন কেউ নয়। বিএনপি বড় দল।

খড়-কুটোর মতো অনেকেই আগে ছেড়ে গেছে, তাতে কিছু যায় আসেনি। দলচ্যুত নেতাদের জন্য বিএনপিতে কোনো পরিবর্তন হবে না।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। তবুও সরকার ও ইসি যদি জোর করে তফসিল ঘোষণা করে জনগণ ও বিশ্ববাসী এর বিরুদ্ধে অবস্থান নেবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মইন খান বলেন, বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। কিন্তু তাদের নৈতিক পরাজয় হয়ে গেছে। বিএনপির কেউ যদি অন্য কোথাও যেতে চায়, তাদের সেই স্বাধীনতা আছে। বিএনপি একদলীয় রাজনীতিতে বিশ্বাস করে না।

news24bd.tv/FA