রাজশাহীতে আমেরিকান কর্নার উদ্বোধন করলেন পিটার হাস

রাজশাহীতে আমেরিকান কর্নার উদ্বোধন করলেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর নতুন স্থানে স্থাপিত ‘আমেরিকান কর্নার রাজশাহী’র উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে আমেরিকার কর্নারের উদ্বোধন করেন রাষ্ট্রদূত।

তিনি জানান, এটি যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ প্রয়াস, যার লক্ষ্য জ্ঞান বিনিময়, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের বিস্তার ঘটানো। একইসাথে এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক জোরদার করা।

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনবদ্য ও প্রাণবন্ত এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে যুক্তরাষ্ট্র এক্সচেঞ্জ কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ একত্রিত হয়েছিলেন। আমেরিকান কর্নারকে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

এখানে বই, ডিজিটাল উপকরণ, মালটিমিডিয়া বিষয়বস্তু ও অনলাইন ডেটাবেজসহ ব্যাপক ও বিস্তৃত পরিসরের বিষয়াদি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সেইসাথে এখানে শিক্ষার্থী, গবেষক ও উৎসাহী ব্যবহারকারীরা তাদের জ্ঞানের জগতকে সমৃদ্ধ করতে পারবেন।

news24bd.tv/FA