ডেঙ্গুর বাড়তি ফি নেয়ায় ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ

সংগৃহীত ছবি

ডেঙ্গুর বাড়তি ফি নেয়ায় ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কাছ থেকে বাড়তি ফি নেয়ায় অনুমোদনহীন ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন এ হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে দুপুর থেকেই অভিযানে নামে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, স্যালাইনের দাম বেশি ও কৃত্রিম সংকট তৈরি করা এবং অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালিত হবে।

 রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

news24bd.tv/FA