এবার রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

এবার রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের রাশিয়া সফরের পরপরই এবার মস্কো সফরে গেলেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে আজ সোমবার মস্কোর উদ্দেশে রওনা হন ওয়াং ই। খবর বিবিসির

রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে, চীনের শীর্ষ কূটনীতিকের এ সফর পুতিনের আসন্ন যুগান্তকারী বেইজিং সফরের ভিত্তি তৈরি করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘কৌশলগত নিরপত্তাবিষয়ক আলোচনা’ করতে ওয়াং চার দিনের সফরে রাশিয়ায় গেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিন জানিয়েছে, ওয়াং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। সেখানে মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে ইউক্রেন যুদ্ধ।

এ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ন্যাটো বাহিনীর ‘সম্প্রসারণ ও অবকাঠামো’ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাদের সমন্বয় জোরদার করা হবে।

চলতি মাসের শুরুর দিকে পুতিন বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। তবে কবে সে বৈঠক হবে, তা তিনি বলেননি।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), এরপর তিনি আর দেশের বাইরে পা দেননি। পুতিন সর্বশেষ বিদেশি সফর হিসেবে গত বছরের ডিসেম্বরে বেলারুশ ও কিরগিজস্তান সফর করেন।

news24bd.tv/AA