বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত মুসলিম, খ্রিস্টান হত্যায় রক্তাক্ত ও কলঙ্কিত। তাদের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে ভারতীয় দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, ভারত চট্টগ্রাম দাবি করলে আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। দেশের মানুষ আর ভারতের তাঁবেদারি করবে না। তাঁবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল। ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। আজ কলকাতা নিউ মার্কেট ফাঁকা, হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে...
ভারত চট্টগ্রাম চাইলে আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো: রিজভী
রাজশাহী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। যা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইন), ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইন), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। news24bd.tv/SHS
সরকারের কেউ নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছেন না: মান্না
নিজস্ব প্রতিবেদক
ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোডম্যাপের কথা বলছেন না। সেনাপ্রধান একটা বলেন, আসিফ নজরুল, সাখাওয়াত সাহেব আরেকটা বলেন। যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। তিনি বলেন, ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জুলাই, আগস্টের গণ-অভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি, তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান...
দ্রুত নির্বাচন দেয়া সম্ভব: বিএনপি
নিজস্ব প্রতিবেদক
বিএনপি যেসব প্রস্তাব দিয়েছে সে অনুযায়ী দ্রুত নির্বাচন সম্ভব বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । তিনি বলেন, এমন কোনো প্রস্তাব করা হয়নি, যেটাতে সময় লাগবে। আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি। পাশাপাশি নির্বাচনের জন্য সচিবালয় করা এবং তাদের কিছু ক্ষমতা দেয়া ইত্যাদির কথাও বলেছি। আমরা প্রচলিত আইনগুলোর সংশোধন ও সংস্কারের কথা বলেছি। এগুলোর জন্য অধিক সময়ের প্রয়োজন হয় না। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটা নির্বাচনের বেসিক কাজ ভোটার তালিকা প্রণয়ন করা। আধুনিক পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করে এ তালিকা করলে সময় বাচবে। তালিকা ঘোষণার সময় যদি কারো নাম যুক্ত না হয় তাহলে তারা স্থানীয় নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে নাম অন্তর্ভুক্ত করাবেন। কারো ব্যাপারে অভিযোগ থাকলে সে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত