আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চ তৈরির কাজ চলছে। এদিন সকাল ১১টার দিকে দেখা গেছে, পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। এদিকে নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এ দিকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। শুক্রবার সকালেও দেখা যায়, যমুনার...
পাঁচ ট্রাকে তৈরি হচ্ছে আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের মঞ্চ
নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছন সিঙ্গাপুর বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ মে) লন্ডনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহসাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড, প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা, এবং প্রবাস থেকে আন্দোলনে অংশগ্রহণ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির নেতাদের সংগঠন পরিচালনায় নিষ্ঠা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলের লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।...
‘আজ সবাই বুঝতে পারবেন’
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায় সেটি আজকের সমাবেশ থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে সমাবেশের ঘোষণা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। সেখানে সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজ সবাই বুঝতে পারবেন, কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারাদেশের জনগণকে...
লন্ডন থেকে ভিডিও বার্তায় যা জানালেন ইলিয়াস কাঞ্চন
নিজস্ব প্রতিবেদক

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার চলমান আন্দোলনকে সমর্থন জানালেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছে। তিনি বলেন, বর্তমানে পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের (ছাত্রদের) এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আরও বলেন, ২৪ এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোন ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ছাত্রদের এই আন্দোলনের পাশে আছে। ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান ইলিয়াস কাঞ্চন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত