তৃণমূল বিএনপির কাউন্সিলে যোগ দিয়েছেন তৈমুর-শমসের
তৃণমূল বিএনপির কাউন্সিলে যোগ দিয়েছেন তৈমুর-শমসের

সংগৃহীত ছবি

তৃণমূল বিএনপির কাউন্সিলে যোগ দিয়েছেন তৈমুর-শমসের

নিজস্ব প্রতিবেদক

তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার এবং সমশের মবিন চৌধুরী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। বিএনপি থেকে ছিটকে পড়া দুই নেতার সিনিয়র পর্যায়ে পদ পাওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

এর আগে গতকাল সোমবার গণমাধ্যমে তৈমুর আলম খন্দকার বলেন, দেড় বছর ধরে বহিষ্কৃত থেকেও দলের সব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। তবুও দলের কেউ খোঁজ নেয়নি। ব্যক্তিগত অভিমান থেকেই তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছি।

তৃণমূল বিএনপির কাউন্সিলের বিষয়ে তৈমুর বলেন, নির্বাচন নিয়ে আগামীর পরিকল্পনা তুলে ধরা হবে মঙ্গলবারের কাউন্সিলে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক