জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না নিরাপত্তা পরিষদের শক্তিধর ও গুরুত্বপূর্ণ ৪ দেশের নেতারা। নানা কারণে অনুপস্থিত থাকছেন তারা।
এর মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জানা গেছে, সেপ্টেম্বরজুড়েই ব্যস্ত সময় পার করছেন ম্যাক্রোঁ।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিচ্ছেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত এক দশকের মধ্যে এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্যের কেউ যোগ দিচ্ছেন না।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও এবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুপস্থিত থাকবেন। তকে কী কারণে এই দুই শীর্ষ নেতা পরিষদে যোগ দিচ্ছেন না সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দেশদুটি।