সোশ্যাল মিডিয়া ফেসবুকে পূর্বের দেওয়া পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। নিজের ভুল স্বীকার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।
জালাল ইউনুস বলেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স এবং মিডিয়া কমিটি থেকে তার (তানজিম সাকিব) সঙ্গে যোগাযোগ করা হয়।
জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা তাকে সতর্ক থাকতে বলেছি। ভবিষ্যতে এ ধরণের কাজ সে করছে কিনা, সেটি বোর্ডের পক্ষ থেকে মনিটর করা হবে। ‘
তানজিম সাকিবের বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘তার পরিবারও দুঃখ প্রকাশ করেছে। আর সে যেহেতু একজন তরুণ ক্রিকেটার, বয়স কম এবং সামনে বিশ্বকাপ রয়েছে, সেহেতু আমরা তাকে সতর্ক করেছি। সে যেন এ ধরণের কোনো পোস্ট না দেয় সেটি আমরা লক্ষ্য রাখব এবং তার বিষয়েও আমাদের নজরদারি থাকবে। যদি কোনো ধরণের কিছু পাই তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি। ’
প্রসঙ্গত, তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে পোস্টে লেখা ছিল, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি করে রাখবেন। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। ’
এছাড়াও সেখানে আরও কিছু লেখা ছিল। সেগুলো নিয়ে নেটিজেনরা তুমুল আলোচনা-সমালোচনা শুরু করেন। এরপরে বিসিবি থেকে তাকে তলব করা হয়।
news24bd.tv/SHS