মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন
মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু জাফর বাবু, তেরগাতি গ্রামের মৃত মুলতান মণ্ডলের ছেলে মাজেনুর রহমান ও পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা বড় পুকুরিয়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে রনি বাবু।

এদের মধ্যে মাজেনুর ও রনি জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১৩ জুলাই মঙ্গলবাড়ী বাজার থেকে একটি ভটভটি মাদক নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসার পথে আটক করে র‌্যাব। এ সময় ভটভটিটি তল্লাশি করলে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আবু জাফর বাবুকে গ্রেপ্তার করে। সে সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে আরেক আসামি মাজেনুরের সম্পৃক্ততার কথা জানা যায়।

তারা দুজনেই এই ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় দুজনকেই আসামি করে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০ পিস নেশা জাতীয় এ্যাম্পুল ইঞ্জেকশনসহ রনি বাবুকে গ্রেপ্তার করা হয়।

news24bd.tv/কেআই