নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে আজ শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। news24bd.tv/এআর
হত্যা মামলায় কারাগারে আইভী
নিজস্ব প্রতিবেদক

‘বিডিআর হত্যাকাণ্ড তাপসের নেতৃত্বে, জড়িত সাহারা-নানক-আজম-গিনি’
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছে সাবেক মেয়র ফজলে নূর তাপসের নেতৃত্বে। এছাড়াও এই ঘটনায় জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও মাহবুব আরা গিনি। সাবেক সেনাকর্মকর্তা মেজর (অব.) জাহিদি আহসান হাবিব এই সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার (৮ মে) সাক্ষ্যগ্রহণ শেষে এসব কথা জানান তিনি। ওই সাক্ষীর বরাত দিয়ে আইনজীবী বোরহান উদ্দিন জানান, ঘটনার দিন সকালে দরবার হলের দক্ষিণ দিক থেকে সিপাহি মইন ও কাজল অস্ত্র হাতে স্টেজে প্রবেশ করে। মইন গুলি করতে চায়। বিগ্রে. বারি তাকে ধরে ফেলে। কাজল দরবার হল থেকে বের হয়ে ফাঁকা গুলি করে। দরবার হলের ভেতরের সৈনিকরা জাগো বলে হুংকার দিয়ে বাইরে চলে যায়। বাইরে গোলাগুলি ও বিস্ফোরণ হতে থাকে। ভেতরে...
‘ডান হাতের থাপ্পড় কীভাবে ডান গালে’ এটিএম আজহারের আইনজীবীর প্রশ্ন
অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানিতে সাক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. শিশির মনির। তিনি বলেছেন, মামলার দুটি সাক্ষ্যেই ঘটনার বর্ণনায় ভিন্নতা রয়েছে, যা এই মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বৃহস্পতিবার (৮ মে) সকালে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে শুনানি হয়। বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সকাল সাড়ে ৯টা থেকে শুনানি শুরু হয় এবং ১১টায় আদালত বিরতিতে যান। আইনজীবী শিশির মনির বলেন, প্রসিকিউশনের ১১ ও ১২ নম্বর সাক্ষী সাখাওয়াত হোসেন রাঙ্গা ও তার ভাই সাজ্জাদ হোসেন আজহারের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন। রাঙ্গা বলেন, আজহার ডান হাত দিয়ে তার ডান গালে থাপ্পড় দেন। অথচ স্বাভাবিকভাবে ডান হাতের থাপ্পড় সাধারণত বাম গালে লাগে। এ নিয়ে তিনি প্রশ্ন...
জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে
নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ২৭ মে। আজ বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এই তারিখ ঠিক করেছেন। এর আগে মঙ্গলবার (৬ মে) প্রথম দিনের শুনানি হয়। ওইদিন মামলার সাক্ষ্য প্রমাণের নানা অসঙ্গতি তুলে ধরেন আজহারের আইনজীবী। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর