কৃষি মার্কেটে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহীত ছবি

কৃষি মার্কেটে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

সরকার বেঁধে দেয়া দামকে তোয়াক্কা না করে বাড়তি দামে পেঁয়াজ, আলু বিক্রির অভিযোগে মোহাম্মদপুর কৃষি মার্কেটের দুই দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ ও ডিমের সর্বোচ্চ দাম বেঁধে দিলেও ষষ্ঠ দিনেও কার্যকর হয়নি তা। ব্যবসায়ীদের দাবি, বাজারে পণ্যের সরবরাহ কমেছে, তাই দাম কমছে না।

আর ক্রেতাদের অভিযোগ, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আলু ও পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বিক্রেতাদের চালান রসিদ ও ক্রয় রসিদ পরীক্ষা করেন।

ভোক্তা অধিকার জানায়, অভিযানে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ভোক্তাদের অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।  

আজ সকালে অধিদপ্তরের তিনটি টিম ঢাকা নগরীতে বাজার অভিযান পরিচালনা করে। বাজার ঘুরে দেখা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু হলেই কিছু সময়ের জন্য এ দামে মিললেও বাস্তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দর আর আলু মানভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।

একই অবস্থা ডিমের বাজারেও। আমদানির খবরে দাম সামান্য কমলেও খুচরায় তার কোনো প্রভাব নেই। বিক্রি হচ্ছে সাড়ে ১২ টাকা পিস।

news24bd.tv/SHS