মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি ছিলেন। উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নার্গিস আক্তার সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে উত্তরার ৪ নম্বর রোডের তিন নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নার্গিস আক্তারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। news24bd.tv/TR
যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

লঞ্চের নারীদের প্রকাশ্যে মারধর, জানা গেল নেপথ্য ঘটনা
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে পিকনিকে আসা অপ্রাপ্তবয়স্ক নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এসময় ওই যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, গতকাল শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে। রাত সাড়ে ৯ টার দিকে ভাঙচুরের খবর পেয়ে সেখানে যান তারা। পরে ভেতরে ঢুকে বেশ কিছু দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এবং মারধরের শিকার নারীদের সাথে কথা বলে ফিরে আসেন। ঘটনাস্থলে ছিলেন এমন একজন সাংবাদিক জানান, লঞ্চটি ঢাকা-লালমোহন রুটের প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। লঞ্চটির দ্বিতীয় তলার বেশ কয়েকটি কেবিনে ২০-২৫ জন কিশোর-যুবক ও ২ জন অপ্রাপ্তবয়স্ক নারী ছিলেন। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে...
কুশিয়ারা গিলে ফেলছে সড়ক ও সেতু
অনলাইন ডেস্ক

কুশিয়ারার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে সিলেটের বালাগঞ্জ উপজেলার সড়ক ও সেতু। এ ভাঙনে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতির সম্মুখীন হয়। এতে দুর্ঘটনার শঙ্কায় বিদ্যুৎ বন্ধ রাখলে বিপাকে পরে মানুষ। তীব্র গরমে দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। স্থানীয়রা জানায়, গত বুধবার (৭ মে) ভয়াবহ এ ভাঙন দেখা দেয় উপজেলার দীর্ঘতম সড়কগুলোর অন্যতম খসরুপুর জিসি-বালাগঞ্জ সড়কের ফাজিলপুর এলাকায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই অঞ্চলের মানুষের। বিশেষ করে পূর্ব পৈলনপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ এতে ভোগান্তিতে পরেন। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জরুরি-ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সরকারের কাছে। কুশিয়ারা নদীতে স্রোত বাড়ছে। স্রোতের টানে...
লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুত হওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল সোয়া আটটার দিকে রিলিফ ট্রেনের মেরামতকারী দলের সদস্যরা দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে। এতে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার শাকির জাহান। সহকারি স্টেশন মাস্টার জানান, ভোর ৫টা ৫৮ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুত হয়। তবে গত শুক্রবার রাতে দুর্ঘটনা কবলিত কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। news24bd.tv/MR...