চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে বৃদ্ধ এক পথচারী নারী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বিকালে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে দিয়ে বাসের ধাক্কায় আহত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
news24bd.tv/কেআই