বাংলাদেশ-ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার
বাংলাদেশ-ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পাচারকালে এসব স্বর্ণ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বাজার মূল্য প্রায় ১৪ কোটি রুপি বলে জানায় তারা।

বিএসএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পেট্রাপোল স্থলবন্দরের কাছে বাগদা রণঘাট সীমান্ত এলাকায় এক সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।

এ সময় ওই ব্যক্তির বাইকের এয়ার ফিল্টার থেকে স্বর্ণের বিশাল চালান উদ্ধার করা হয়।

পরে তা গণনা করে ৫০টি স্বর্ণের বিস্কুট, ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। সবমিলিয়ে যার ওজন হয় প্রায় ২৩ কেজি।

গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম ইন্দ্রজিৎ পাত্র (২৩)।

তিনি ভারতীয় নাগরিক। সীমান্তের কাছেই কুলিয়া গ্রামের বাসিন্দা তিনি।

news24bd.tv/কেআই